সন্ধ্যা গড়িয়ে রাত অনেক হলো ; মা খুব চিন্তায় ! কিরে মোহর ; সাধু বাড়ী ফিরছেনা কেন ? কি যেন মা আমি জানিনা ! মা হাঁটতে হাঁটতে আনসার ক্যাম্প পাড় হয়ে রঞ্জনদের বাড়িতে রঞ্জন কে ডেকে শুধায় ভৈরবকে দেখেছিস ? রঞ্জন অনু সবাই যার যার ঘরে সাধু কি তবে সত্যি পালালো ! দুপুরে কি যেন একবার বলেছিলো ম্যাট্রিক পরীক্ষার আর ১০/১৫ দিন বাকি ছেলেটা কি পরীক্ষা দেবে না ? সারারাত ভৈরব নিখোঁজ ! রঞ্জন অনুকে পাঠায় মা ভৈরব কে খুঁজতে ; দিন শেষে ওরাও কেও খুঁজে পেলো না ! চার দিন কেটে যায় ভৈরব বাড়ি ফেরে না !
বাইরে অঝোরে বৃষ্টি ; বিকালে একটু বিরতি ! সাধু ঘরে , কেবল মা নেই ; নেই বাবা ভাই বোন কেও ! ভৈরব ফরহাদ মাজহারের অন্তর্ধানের কথা চিন্তা করতে করতে নিজের অন্তর্ধানের কথা ভাবে ; মনে মনে হাঁসে ! পুলিশ খুব সহজে ই ওনাকে খুঁজে পেলো ; অথচ সেই সময় সাধু রাজবাড়ীর সীমানার মধ্যেই দ্বাদশীতে রোকন ভাইদের বাড়িতে লুকিয়ে ছিল তাই পেতে সবার চার দিন লেগেছিলো ; হায়রে বৃদ্ধ তোমার এ কি ক্ষনিকের অন্তর্ধান ! দিন না পেরুতেই পুলিশ তোমায় পেয়ে গেলো !.............ভৈরব সাধু
সন্ধ্যা গড়িয়ে রাত অনেক হলো ; মা খুব চিন্তায় ! কিরে মোহর ; সাধু বাড়ী ফিরছেনা কেন ? কি যেন মা আমি জানিনা ! মা হাঁটতে হাঁটতে আনসার ক্যাম্প পাড় হয়ে রঞ্জনদের বাড়িতে রঞ্জন কে ডেকে শুধায় ভৈরবকে দেখেছিস ? রঞ্জন অনু সবাই যার যার ঘরে সাধু কি তবে সত্যি পালালো ! দুপুরে কি যেন একবার বলেছিলো ম্যাট্রিক পরীক্ষার আর ১০/১৫ দিন বাকি ছেলেটা কি পরীক্ষা দেবে না ? সারারাত ভৈরব নিখোঁজ ! রঞ্জন অনুকে পাঠায় মা ভৈরব কে খুঁজতে ; দিন শেষে ওরাও কেও খুঁজে পেলো না ! চার দিন কেটে যায় ভৈরব বাড়ি ফেরে না !
ReplyDeleteবাইরে অঝোরে বৃষ্টি ; বিকালে একটু বিরতি ! সাধু ঘরে , কেবল মা নেই ; নেই বাবা ভাই বোন কেও ! ভৈরব ফরহাদ মাজহারের অন্তর্ধানের কথা চিন্তা করতে করতে নিজের অন্তর্ধানের কথা ভাবে ; মনে মনে হাঁসে ! পুলিশ খুব সহজে ই ওনাকে খুঁজে পেলো ; অথচ সেই সময় সাধু রাজবাড়ীর সীমানার মধ্যেই দ্বাদশীতে রোকন ভাইদের বাড়িতে লুকিয়ে ছিল তাই পেতে সবার চার দিন লেগেছিলো ; হায়রে বৃদ্ধ তোমার এ কি ক্ষনিকের অন্তর্ধান ! দিন না পেরুতেই পুলিশ তোমায় পেয়ে গেলো !.............ভৈরব সাধু
Good
ReplyDelete